মাইদুল ইসলাম (গাইবান্ধা প্রতিনিধি)
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই মুহুর্তে সবচেয়ে বেশি কষ্ট পায় শ্রমজীবী মানুষেরা। তীব্র গরম আর বাতাস বিহীন পরিবেশ মনে করিয়ে দেয় গ্রীষ্মের প্রখরতা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ইট,বালি ও সিমেন্টের সমন্বয়ে তৈরি প্রায় ১৫০টি টঙ্গ নির্মাণ করে দেন এলাকার সমাজসেবক চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত।
ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল জনগণের সেবা করা তাদের পাশে থাকা। তিনি ১৯৮৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সরেজমিনে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গাছের ছায়াতলে তার দেয়া টঙ্গে বসে গল্প করছেন এলাকার শ্রমজীবী মানুষ।
তীব্র গরমে মানুষ একটু আরামের সান্নিধ্যে গিয়ে কেউ বসে আবার কেউবা শুয়ে টঙ্গের মধ্যে প্রশান্তির ছোঁয়া নিচ্ছেন।
এলাকাবাসীর মধ্যে মফিজুল মিস্ত্রি জানান, যে গরম পড়ছে ভাই। আইতোত ঘুম হয় না বাড়িত। তাই একনা শুয়ে টঙ্গোত আরাম করতিছোম। টঙ্গ টা পায়া ভালো লাগতিছে।
সচেতন মহল বলছেন, লিয়াকত তরুণ এবং মেধাবী ব্যক্তিত্ব। তার কাছে সকল মানুষ সমানভাবে মর্যাদা পায়। তার মতো মানুষ জনপ্রতিনিধি হিসেবে পেলে আমরা ধন্য হবো।
টঙ্গের বিষয়ে সাফিউল বারী লিয়াকত জানান, খেটে খাওয়া মানুষ দিনশেষে নিরিবিলি ভাবে যাতে একটা জায়গায় বসে বিশ্রাম নিতে পারেন সেই চিন্তাধারা থেকেই আমি এটা করেছি। তবে আমার এলাকার মানুষের কল্যাণে কাজ করতে পেরে ভালো লাগছে।