নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার ও গ্রেফতারের প্রতিবাদে মিরসরাই উপজেলা,পৌরসভা এবং বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের উদ্দ্যেগে মিরসরাই পৌরসদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান,বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম,সোহেল মিয়াজী,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য আবদুল্লাহ আল জুবায়ের।এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা নুর হোসেন,এস কে নিশাত,সাকিব হাসান,নাজিম উদ্দিন, মেহেরাব হোসেন,তানবির নিশাত,জাহেদ হোসেন,জিয়াউল ফারুক,হেলাল উদ্দিন, নুর নবী,নাঈম সরকার সহ মিরসরাই উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সময়ে বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু বলেন অবিলম্বে যদি আমাদের বোন নাদিয়া নুসরাতকে মুক্তি দেওয়া না হয় এবং তাকে হেনস্তাকারী সকল ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের আওতায় নিয়ে আসা না হয় তাহলে মিরসরাই এর অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকল স্তরের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলনের মাধ্যমে অচল করে দেওয়ায় হবে।