মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জের খরকার পাড়ের উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সোমবার বিকালে উপজেলা খরকার দক্ষিণ পাশে উন্নয়মুলক কাজ পরিদর্শন করেন। এ সময় জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম, মাদারগঞ্জ শহর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মির্জা গোলাম মওলা সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম, মাদারগঞ্জ শহরস্থ ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, শহর ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান সুজন প্রমূখ।
উল্লেখ্য যে, মাদারগঞ্জে তাজমহলের আদলে মসজিদ হাতির ঝিলের আদলে তৈরি হবে খরকা’র ঝিল, তাজমহলের আদলে তৈরি হবে দৃষ্টি নন্দন মসজিদ, বিনোদন ও দর্শনীয় স্থানে পরিণত হবে মাদারগঞ্জ উপজেলা হাওয়ায় রোড়, মির্জা মোস্তফা চত্বরে থাকবে ফুয়ারা,শহরে পরিণত হবে মাদারগঞ্জ উপজেলা। তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি।
মানুষের তৈরি শিল্পকর্মের সৌন্দর্যের শিখরে রযেছে তাজমহল। মুঘল সম্রাট শাজজাহানের ভালোবাসার নিদর্শন ও অপার কারুকার্যের সৌন্দর্যে চোখ জুড়াতে প্রতিবছর পৃথিবীর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুরা সব কিছু তুচ্ছ করে দু’চোখ জুড়াতে ভিড় করে আগ্রায়। যমুনা আর তাজমহল মিলে মিশে তৈরি করেছে এক চোখ ঝাঝালো সৌন্দর্য।
তাজমহল দেখার ইচ্ছে নেই এমন মানুষ পৃথিবীতে একজন পাওয়াও দুঃস্কর।
কিন্তু স্বাধ থাকলেও অনেকের সাধ্যে হয়ে উঠেনা।মধ্যম আয়ের দেশগুলোর মানুষের স্বপ্ন অনেক কিন্তু স্বপ্ন পুরণের সক্ষমতা বেশিরভাগ মানুষেরই খুবি অল্প।
আমাদের দেশের সেই মানুষগুলোর, বিশেষ করে, ময়নসিংহ,নেত্রকোনা, টাঙ্গাইল, শেরপুর জামালপুর সহ উত্তর বঙ্গের মানুষের কথা চিন্তা করে, সম্রাট শাহজাহানের তাজমহল দেখতে যেতে না পারলেও তাজমহল দেখার স্বাধ যেনো পায় সেই চিন্তা মাথায় রেখেই জামালপুর উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রিয় নেতা প্রিয় অভিভাবক আলহাজ্ব মির্জা আজম এমপি জামালপুরের মাদারগঞ্জে তাজমহলের আদলে আধুনিক মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে মাদারগঞ্জ উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ঐতিহ্যবাহী খরকা বিলের দক্ষিন পার্শ্বে মির্জা আজম এমপি মহোদয় তার পৈত্রিক ভুমিতে কাজ শুরু করেছেন।
এতে করে একদিকে মানুষ ধর্মীয় কাজে উদ্বোধ্য হবে অপর দিকে জামালপুরের মাদারগঞ্জ হয়ে উঠবে এক দর্শনীয় নগরী।
সারা বংলাদেশ জামালপুরকে দেখবে নতুন রুপে,জানবে নতুন ভাবে ।