রাফি চৌধুরী (সীতাকুন্ড প্রতিনিধি)
চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী কে আটকে হেনস্তা করে পুলিশে সোপর্দ ও পরে মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল।
সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী মোঃ সেলিম উদ্দিন, সীতাকুন্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কোরবান আলী সাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রাব্বি, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সি.যুগ্ম আহবায়ক মোঃ শাহেদুল হক, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন রিপাত, সীতাকুণ্ড কলেজ শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল, লতিফা সিদ্দিকী কলেজ ছাত্রদলের আহবায়ক সুজা উদ্দিন শুভ, সদস্য সচিব মো মাহফুজ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য কাজী শামসেদ, পৌর ছাত্রদলের সদস্য কামরুল ইসলাম বাবলু, সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এয়াকুব আলী বাবলু, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো মঞ্জু, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তমাল হোসেন, ছাত্রদল নেতা এম এ মামুন, মাঈন উদ্দিন লেমন, ইমরান হোসেন, জিয়া সাইবার ফোর্স ও ছাত্রনেতা এমদাদুল হক পারভেজ, মোঃ সবুজ, মোঃ রাজু, মোঃ রিপন প্রমুখ নেতৃবৃন্দ।