নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি ঝরনা দেখতে যেয়ে আটকে পড়া ১৫ পর্যটককে উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একদল আটকা পড়ে।
পরবর্তী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পাহাড়ের গহিন থেকে তাদের উদ্ধার করা হয়। ঝরনায় আটকে যাওয়া পর্যটকরা হলেন : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী, সৌম্য বিশ্বাস, অর্ণব দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা, ঐশী, দিবা, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী রাজদীপ, দেব জ্যোতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী জুঁই, অদ্বিতীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুনম বড়ুয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঙ্কন দাশ, নীলাঞ্জনা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিক, গ্রীণ হেরাল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অর্পা চৌধুরী।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে আমরা বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যায়। দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কষ্টসাধ্য হয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধারে সহায়তা করে। তিনি আরও বলেন, আমরা এসএসসিতে সবাই চট্টগ্রাম নগরীর সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলাম।ঈদের ছুটিতে বাড়িতে এসে সব বন্ধুরা মিলে মিরসরাইয়ে সোনাইছড়ি ঝরনা দেখতে যাওয়ার পরিকল্পনা করি। যোগাযোগ করা হলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে এসে মঙ্গলবার দুপুরে অঝোরে বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহিনে আটকে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী।
এসময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে মিরসরাই থানা পুলিশের সহযোগিতা চায় তারা। পরবর্তীতে মিরসরাই থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ জন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।