রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে সরগরম হয়ে উঠেছে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের রাজনীতির মাঠ।
ইতিমধ্য সম্ভাব্য এমপি প্রার্থীরা এলাকায় ঘনঘন যাতায়াত শুরু করেছেন। তবে অনেক এমপি সম্ভাব্য প্রার্থীরা তাদের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এলাকায় বিভিন্ন জায়গায় গণ সংযোগ করে বেড়াচ্ছেন। জামালপুর-১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী হট ফেভারিটে রয়েছেন দুজন ব্যক্তি। প্রথমজন রয়েছেন নূর মোহাম্মদ আর অপরজন রয়েছেন ব্যারিস্টার সামির সাত্তার। কে এই নূর মোহাম্মদ?
যার উত্থান ঘটেছিল ১৯৯০ সালে আওয়ামী রাজনীতির হাত ধরে, তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী তার হাতে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। বরাবরের মতো জনসাধারণের মাঝে তিনি কাজ করে গেছেন। কিন্তু কয়েকবার নৌকায় এমপি প্রার্থীর মনোনয়ন না পাওয়ায় তার আশা অপূর্ণ রয়ে গেছে।
অপর পাশে রয়েছেন ব্যারিস্টার সামির সাত্তার। কে এই সামির সাত্তার?
জাতীয় পার্টির সাবেক মন্ত্রী এম এ সাত্তার এর উত্তরসূরী তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার সামির সাত্তার যিনি সাত্তার এন্ড সাত্তার কোম্পানির কর্ণধার, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বাংলাদেশের ব্যবসায়িক কসমাজের এক উজ্জ্বল মুখ। এলাকার কৃষক শ্রমিক মজুর ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি নৌকার প্রত্যাশী।
এখন দেখার বিষয়, জননেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা কার হাতে তার নৌকার কান্ডারীটি উঠিয়ে দেন। সেই অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।