মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক ভাবে জমি দখল করে বাড়ী/ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার মৃত নওসের মন্ডলের নাতি ছামিউল ইসলাম এ অভিযোগ করেন একই বংশের মৃত নাছির মন্ডলের ছেলে রফিকুল ইসলাম ঠান্ডু,গোলাম রব্বানী,আব্দুল মতিন হাবলু’র বিরুদ্ধে।
জানা গেছে সুখনগরী মৌজার সিএস খতিয়ান নং ৩২১ এবং ৭৭৫৫ নং দাগে ১ একর ৫ শতক জমি। এর মধ্যে রের্কড মূলে ছাড়া এবং ওয়ারিশ সূত্রে তাদের প্রাপ্য জমি রেওয়াজ এর মাধ্যমে সুখনগরী দ্বীপচরের জায়গা ১৯ শতক এর পরিবর্তে নাংলা এলাকা থেকে ২০ শতক ঠান্ডু,রব্বানী ও হাবলু কে বুঝিয়ে দিয়েছে।
বর্তমানে তারা উক্ত জমিতে চাষাবাদ করছে। দ্বীপচরের ২ অংশিদারের জায়গা ৬০ শতক দখল করে বাড়ী/ঘর করছে তারা। উপরোক্ত মৌজার খতিয়ান ও দাগের জমি নিয়ে জামালপুর বিজ্ঞ আদালতে এবং মাদারগঞ্জ মডেল থানায় মামলা চলমান আছে। মোকাদ্দমা নং ২৯৭/২০২৩ এবং মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ছামিউল ইসলাম জানান এক একর ৫ শতকের জমি তিন অংশে ভাগ করে ওয়ারিশ সূত্রে ঠান্ডু,রব্বানী ও হাবলু’র প্রাপ্য থেকে রেওয়াজ বাবদ নাংলা’র জমি থেকে বুঝিয়ে দেওয়ার পর ও জোরপূর্বক ভাবে চেয়ারম্যানের মোড়ের পাশেই দ্বীপচরের আমাদের জায়গা জবরদখল করে ঘর তুলছে। আমরা প্রশাসন তথা এলকার দায়িক্তপ্রাপ্তদের কাছে সঠিক বিচার চাই।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার এ এস আই কামরুল ইসলাম জানান সুখনগরী দ্বীপচরের ছামিউলদের জমি সংক্রান্ত অভিযোগের বিষয়টি উভয়পক্ষদের ১৪৪ ধারা একটি নোটিশ দিয়েছি। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ঘর তুলতে পারবেন না এই মর্মে।