নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
গত ১৬-০৭-২০২৩ ইং ভোর ০৫.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ আবুল খায়ের সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মীরসরাই থানাধীন ০৯নং মীরসরাই ইউপিস্থ ০৯নং ওয়ার্ডের পশ্চিম কিসমত জাফরাবাদ আব্দুল খালেকের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১টি প্রাইভেটকার, যাহার রেজি: নং-১১-০২২০ রেখে পালিয়ে যায়।
সাক্ষীদের উপস্থিতিতে গাড়ীটি তল্লাশী করে ৪০কেজি গাঁজা ও আসামীদ্বয়ের ব্যবহৃত ০১টি মোবাইল সেট উদ্ধার পূর্বক উল্লেখিত গাড়ীসহ জব্দ করা হয়।এ সংক্রান্তে নিয়ামিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া থানা এলাকায় পৃথক অভিযানে ০২টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ সাজু(২৬), পিতা-মৃত জসীম উদ্দিন, সাং-নাজিরপাড়া(আব্দুল গণি মিস্ত্রি বাড়ী) এবং ০১টি সিআর পরোয়ানাভূক্ত আসামী ২। মোঃ ইয়াছিন আরাফাত, পিতা-হুমায়ুন কবির, সাং-খৈয়াছড়া (পৌদাবাজ), উভয় থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে গ্রেফতার করা হয়েছে।
আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।