নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ করা হয়েছে।
শুক্রবার (২১, জুলাই) সকালে উপজেলার চৌধুরীহাট হাইওয়ে পুলিশ পাড়ি, প্রাথমিক বিদ্যালয়, রাস্তার পাশে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। সেই সময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ পাড়ির এএসআই ইমরান, সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,প্রচার সম্পাদক মেহেদী হাছান, কার্যকরি সদস্য নজরুল ইসলাম, ইসলা উদ্দিন মারুফ, আহম্মদ হোসেন।
রক্তিম পরিবারের সভাপতি মিনহাজ উদ্দিন জানান, ২০১৭ সালের ২৫ আগষ্ট মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট থেকে ৩৫ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রক্তদানের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, ক্যান্সার রুগীর আর্থিক সহায়তা, গরীবের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনে ৬৬ জন সদস্য এবং ফেসবুক গ্রুপে ২২০০ সদস্য রয়েছে।