রাফি চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের বাড়বকুণ্ড পাহাড়ের মধ্যে স্হানীয় এরশাদ উল্লাহ নামে এক কৃষকের লাশ লাশ উদ্ধার করেছে সীতাকুন্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রতিনিধি কে জানায়, আজ শনিবার দুপুর দুইটায় লোক মারফত জানতে পারি বাড়বকুণ্ড কেএসআরএম ( সাবেক আনোয়ারা জুট) এর লোহার ডিপুর পূর্বপাশ্বে দক্ষিন কুব্জা ( প্রকাশ এরশাদের কলা বাগান) নামক এক পাহাড়ে এক ব্যক্তির লাশ পড়ে আছে,তাৎক্ষণিক টহল পুলিশকে ঘটনাস্থলে পাঠাই।
ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন নিহত ব্যক্তির নাম এরশাদ উল্লাহ(৩৫), পিতা- নুর বক্স,গ্রাম- নতুন পাড়া, বাড়বকুণ্ড, থানা- সীতাকুণ্ড। ঘটনাস্থলের পাহাড়ে নিহত ব্যক্তির কলা বাগান রযেছে।সে প্রতিদিন সকালে পাহাড়ে যায়, সেখানে কাজ শেষে সন্ধ্যায় ফিরে আসে বাড়ীতে। তার শরীরের বিভিন্নস্থানে আঘাত রয়েছে, ধারনা করা হচ্ছে কেউ কোন কারনে তাকে মারধর করেছে এতে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাড়বকুণ্ড ৭ নং নতুনপাড়া গ্রামের মেম্বার মোঃ সোহেল জানায়,নিহতের বাড়ী তাঁর বাড়ীর পাশেই,সে সব সময় পাহাড়ে কৃষি কাজে থাকেন,বিভিন্ন সবজি ও কলা চাষ করে থাকে,তাকে কে হত্যা করতে পারে তিনি কিছুই বুঝতে পারছেনা, নিহতের হাটু থেকে পা পর্যন্ত মেরে থেতলে দিয়েছেন,শরীরেও গুলি বা রড জাতীয় কিছুর আঘাতের চিক্ত দেখা যায়।
লাশ উদ্ধারের পর চমেক মর্গে প্রেরন করা হয়েছে। এ নিয়ে পাহাড়ে চাষাবাদ কারী কৃষকদের মধ্যে আতংক দেখা দিয়েছে।