ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল হোসেন শান্ত (জামালপুর)
শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা’র উদ্যোগে জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগের নারী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এমপি হোসনে আরার নেতৃত্বে শান্তি সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজে মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে ইসলামপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।
বটতলা চত্বরে শান্তি সমাবেশে জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সারাদেশ বিএনপি- জামায়াতের নৈরাজ্য,ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহবান জানান।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসলামপুর উপজেলা পৌর শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ সমর্থিত নারীরা উপস্থিত ছিলেন।