ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বিএনপির নৈরাজ্য ও বাসে আগুন দেয়ার প্রতিবাদে রবিবার সকালে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডলসহ ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, শাহ সারোয়ার কবীর, মোস্তাক আহমেদ রঞ্জু, আমিনুর জামান রিংকু, মৃদুল মোস্তাফিজ ঝটু, ওমর ফারুক রুবেল, সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল, সরদার মো. শাহিদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, মাহমুদা পারুল প্রমুখ।
এই বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, আওয়ামী মহিলা লীগসহ বিভিন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নয়।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু বলেন,বিএনপি সমাবেশের নামে দেশে অশান্তির সৃষ্টি করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে অন্যভাবে ব্যাহত করার চেষ্টা করছে।