ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (৩ আগস্ট) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে, বিভিন্ন বার্ষিকী ও জাতীয় দিবসে যথাযথ মর্যাদায় উদযাপন উদযাপন উপলক্ষে, ০৫ আগস্ট ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী, ০৮ আগস্ট ২০২৩ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বাষির্কীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসতুরা আমিনা, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ালীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।