ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
শনিবার (৫ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শিক্ষা নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষা প্রকৌশলী আশিষ কুমার বসু রায়, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া,উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান,রাশেদুল ইসলাম,আরিফ হোসেন,মোস্তাফিজার রহমান,শিশির চন্দ্র দেবনাথ,মঞ্জুরুল ইসলাম প্রমুখ।