ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রুহুল আমিন (জেলা প্রতিনিধি) মানিকগঞ্জঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২২ হাজার ১০১টি পরিবারে মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করার মধ্যে দিয়ে আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।
এনিয়ে মোট গৃহ ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা দাড়াল ২১টি। বুধবার(০৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি হস্তান্তরের ঘোষণা দেন। এছাড়া সারাদেশের মোট ১২৩টি উপজেলা গৃহহীন-ভূমিহীনমুক্ত হয়েছে। আর তাতে দেশের ২১টি জেলার সব উপজেলাসহ ৩৩৪টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো।
বুধবার যে ১২টি জেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হয়েছে সেগুলো হলো মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর এবং ঝালকাঠি।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রশাসন এদিন সকালে এউপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, আমার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প আজ বাস্তবায়ন হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একজন ভূমিহীন মানুষ তার মাথ গোঁজার ঠাঁই পেয়েছে। এছাড়া ভূমিহীনদের এসব মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় এসব সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। আজ তার স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, মহিলা ভাইসব চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান রমজান আলী, শাহাদাৎ হোসেন, আবুল হোসেন মোল্লা প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান ভূইয়া, গাজী কামরুজ্জামান, দেওয়ান মোঃ রিপন, আব্দুল হালিম, জাহিনুর রহমান সৌরভ,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সিঙ্গাইর পল্লী বিদ্যুৎ শাখার ডিজিএম শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।