ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় দু’তলা কমিউনিটি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আর্বতক ঋণের চেক বিতরণ করা হয়।
শুক্রবার বেলা ১২ টায় ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ও
সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বার বার নির্বাচিত সংসদ আলহাজ মির্জম এমপি।
উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মোঃ হাফিজুল হায়দার চৌধুরী, মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন, ময়মনসিংহ বিভাগের যুগ্ননিবন্ধক নবীরুল ইসলাম, যুগ্ন নিবন্ধক ও প্রকল্প পরিচালক মোঃ হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক, মাদারগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহাবুবুল হক,সিধুলী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবর রহমান মিরন, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা গোলাম মওলা সোহেল প্রমূখ।
এ সময় উপজেলার কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।