ছবিঃ চ্যানেল ১১ নিউজ
হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুরে মেলান্দহে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মির্জা আজম অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকতার মাধ্যমে ভাবগাম্ভীর্যের সঙ্গে এই শোক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০-টা দিকে উপজেলা মির্জা আজম অডিটোরিয়াম চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন, সরকারী-বেসরকারী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর মির্জা আজম অডিটোরিয়াম হলরুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুুুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি, মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,মেলান্দহ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: মো. ইউনুস আলী,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ,মেলান্দহ ফুড অফিসার সোহানা বিলকিস,একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম প্রমুখ।
দিনব্যাপী এ শোক দিবসের নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর নির্মিত বিভিন্ন প্রামান্য চিত্র প্রদর্শন, মসজিদ মন্দির সহধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত।