ছবিঃ চ্যানেল ১১ নিউজ
চ্যানেল ১১ নিউজ (ডেস্ক)
জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে গিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ নিখোঁজের ১৯ ঘণ্টা পর উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ৩.৩০ টার দিকে রৌমারি বীলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার সাতানী মথুরাদী এলাকার আজিজুর রহমানের তৃতীয় ছেলে। সে শেরপুরের ডাঃ সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
একই সাথে ঘুরতে আসা তার বন্ধু রাজা বাবু জানান, বৃহস্পতিবার দুপুরে তিন বন্ধু ও দুই বান্ধবী মোট পাচজন এক সাথে শেরপুর থেকে রৌমারি বিলে ঘুরতে আসে। দুপুর ৩.৩০ টার দিকে তিন বন্ধু মিলে রৌমারি বিলে গোসল করতে পানিতে ঝাপ দেয়। কিন্ত বিল থেকে অন্য দুই বন্ধু উঠে আসলেও শফিকুল উঠতে পারেনি।
পরে খবর পেয়ে শিক্ষার্থীকে উদ্ধারে নামে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ ১৯ ঘন্টা পর আজ শুক্রবার সকাল ১০.৩০ টার মরদেহটি উদ্ধার করে তারা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,’ বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল। বিলে থেকে মরদেহ উদ্ধার হয়েছে, ঘটনাস্থলে পুলিশে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
“স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবী জামালপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন,আর কত মায়ের বুক খালি হবে। মরণঘাতক সেই কালভার্টের বামে ও ডানে ৫০ গজের মধ্যে গোসল করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক। সেই সাথে সেই জায়গায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া হোক”
উল্লেখ্য,রৌমারি বিল হতে পৃথক তিন দিনে ৩ মরদেহ উদ্ধার। রাক্ষসী রৌমারি বিল মানুষের এভাবে প্রাণ নিচ্ছে কেন? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।