ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে।
অভিযুক্তরা হলেন- চরবসন্ত এলাকার মৃত সামাদের ছেলে মুসকুট ( ৫৫ ),মৃত মোতালেবের ছেলে মোঃ ফয়জুল শেখ ( ৪৫ ) ও মোঃ সেলিম ( ৪০ )।
ভুক্তোভোগী শহিদুল জানান -দাগী মোজার বিআরএস খতিয়ান নং -৮৬৬ ও দাগ নং- ৬ জমির ২৬ শতাংশ এর কাতে সোয়া ১৪ শতাংশ জমি দলিল মুলে ক্রয় করে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছি । আসামীগন নালিশী ভূমি জোর পূর্বক দখল করার জন্য বিভিন্ন সময় পায়তারা করে।গত ০১/০৯/২০২৩ তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় আসামীগন নালিশী ভূমিতে জোর পূর্বক দখল করার জন্য আসে ও আমার রোপনকৃত ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে । এসময় আমার পরিবারের লোকজন বাঁধা দিলে আসামীগন ক্ষিপ্ত হইয়া আমার পরিবারের লোকজনকে আক্রমনের চেষ্টা করে । তখন গন্ডগুলের শব্দ শুনিয়া আশ পাশের লোকজন আগাইয়া আসিয়া আমার পরিবারের লোকজনকে প্রাণে রক্ষা করে । তখন আসামীগন ভয়ভীতি সহ হুমকি প্রদর্শন করে চলে যায়।অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য জানার জন্য বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন -অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।