ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রাহিন হোসেন রায়হান, বকশিগঞ্জ
জামালপুর বকশীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অহনা জিন্নাত কে বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সেইসাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মিডিয়া প্রেসক্লাবের সভাপতি এ. কে.এম নুর আলম নয়ন, সাধারণ সম্পাদক মারুফ হাসান, সহ-সভাপতি রাহিন হোসেন রায়হান, সহ-সাধারণ সম্পাদক যুবরাজ হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির,আইন বিষয়ক সম্পাদক ইমরান আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছির আরাফাত, সদস্য শাহরিয়া ইমরান, সদস্য লাভলু সরকার প্রমুখ।
এলাকার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় শেষে কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্বের মাধ্যমে এ মতবিনিময় সভার পরিসমাপ্তি ঘটে।