ছবিঃ চ্যানেল ১১ নিউজ
বেলাল হোসেন শান্ত, জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জে এক মহিলার বসতবাড়ী জবর দখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ব্যাপারে বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ভূক্তভোগী।
আজ বুধবার সকালে উপজেলার গামারিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা রানী বেগমের বাসতবাড়ীর বাঁশঝাড় থেকে প্রতিবেশী দেলোয়ার হোসেন ও তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেশকিছু বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এতে রানী বেগম ও তার ছেলেরা বাধা দিলে বাড়ী থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দেয় প্রতিপক্ষরা।
ভূক্তভোগী রানী বেগম জানান, ইতিমধ্যে প্রতিপক্ষ দেলোয়ার হোসেন বাড়ীর সামনের অংশে টিনের বেড়া দিয়ে তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও দখলে নেয়ার অপচেষ্টা করছে। সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তারা তাতে সাড়া দেয়নি। তিনি আরও বলেন, এখন আমি আমার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি, আমি প্রশাসনের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য হস্তক্ষেপ কামনা করি।