ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জের জোনাইল বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা কালে নিষিদ্ধ ঘোষিত/অবৈধ কারেন্ট জাল বিপনন করে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ লঙ্ঘন করায় অর্থদণ্ড আরোপ করা হয়।
দুই জাল বিক্রেতাকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা মৎস কর্মকর্তা তাহমিনা খাতুন এবং আইনশৃঙ্খলা রক্ষায় মাদারগঞ্জ মডেল থানার এস আই ফারুকসহ পুলিশ সদস্যবৃন্দ ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলকে এ ধরনের নিষিদ্ধ জাল বিক্রি/ব্যবহার/সংরক্ষণ করা থেকে বিরত থাকার জন্য আহবান জানান ইউএনও ইলিশায় রিছিল ।