ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সূতী দিঘুলী পাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (হুমায়ুন) আজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ বাদ আসর হোসেন শহীদ সরোয়ারদী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে সুতি পলাশ সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
তাহার মৃত্যুকালে বয়স ছিল (৭৫) বছর তাহার মৃত্যুকালে স্ত্রী সহ দুটি মেয়ে ও আত্মীয়-স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত, গোপালপুর থানা তদন্ত অফিসার মোঃ মামুন ভুইয়া, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল বাস মালিক সমিতির সাবেক মহাসচিব মোঃ কামরুজ্জামান, বিএনপির গোপালপুর উপজেলা শাখা সাবেক সভাপতি মোঃ শাহজাহান ভিপি, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, আরো উপস্থিত ছিলেন আরো অন্যান মুক্তিযোদ্ধা বৃন্দ এলাকার ধর্মপ্রান মুসলমান বৃন্দ।