ছবিঃ চ্যানেল ১১ নিউজ
রুহুল আমিন,জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিঙ্গাইরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চত্বরে এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, আশ্রয়ন অধিবাসীদের মাঝে বীজ ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার,থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম,ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, রমজান আলী, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, ইউপি সদস্য আবুল হোসেন, আসমা আলেয়া প্রমুখ।
এসময় সহকারী পুলিশ সুপার(সিঙ্গাইর সার্কেল) আবদুল্লাহ আল-ইমরান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, ইঞ্জি. শাহাদাৎ হোসেন, শওকত হোসেন বাদল, জাহিদুল ইসলাম ভূইয়া, আবুল হোসেন মোল্লা, গাজী কামরুজ্জামান, আব্দুল হালিম, রিপন দেওয়ান, জাহানুর রহমান সৌরভ, জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল-মামুন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।