ছবিঃ চ্যানেল ১১ নিউজ
মোঃ রনি,ধনবাড়ী (টাঙ্গাইল)প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিলেন কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড.আব্দুর রাজ্জাক।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১০টার দিকে মুশুদ্দি খন্দকার পাড়ায় নিজ ভোটকেন্দ্র তিনি ভোট দেন। ভোট প্রদানের সময় তার দুই ছেলে ,নাতি ও ছেলের বউ সাথে ছিলেন । একই সময় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এর মা ভোট প্রদান করেন ।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের ড.আব্দুর রাজ্জাক বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আমি আশাকরি অংশ গ্রহণমূলক নির্বাচনের পরিবেশ আমার নির্বাচনি এলাকায় রয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন জানান , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে উৎসব মূখর পরিবেশে সর্বত্র ভোট খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে । ধনবাড়ী কলেজ কেন্দ্র , দরিচন্দ্র বাড়ি কেন্দ্র , মুশুদ্দি বাজার কেন্দ্র ,মুশুদ্দি খন্দকার পাড়া কেন্দ্র ,বানিয়াজান কেন্দ্র, নল্যা বাজার কেন্দ্র , ভাইঘাট কেন্দ্র,নরিল্লা উত্তর দক্ষিণ দুই কেন্দ্রে ঘুরে দেখা গেছে পর্যাপ্ত মহিলা এবং নতুন ভোটারের উপস্থিতি । মানুষ সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোট দেওয়ার জন্য এসে পড়ে। কোন রকম বাধা বিপত্তি ছাড়াই সুষ্ঠ ভাবে সবাই ভোট দিতে পারছেন।
সকাল থেকেই ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে ।