চ্যানেল ১১ নিউজ (ডেস্ক রিপোর্ট)
১৮ ফেব্রুয়ারী শনিবার মেলান্দহ উপজেলা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাষ্ট কর্তৃক ২০২২ সালে কর্ম জীবন থেকে অবসর নেয়া শিক্ষক ও কর্মচারীদের মধ্যে “অবসর ভাতা প্রদান ” অনুষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দীন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা ভাবকী গফুর মন্ডল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অবসর ভাতা প্রদান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলাবাঁধা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ১নং দুরমুঠ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, ১১ নং শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি এস এম সাইদুর রহমান, মোঃ আতিকুর রহমান, মোঃ রকিবুল ইসলাম, মোঃ মতিউর রহমান মুক্তা, বাংলাদেশ শিক্ষক সমিতি মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ সোবহান, অত্র কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা মোঃ আসালদ জামান, কোষাধ্যক্ষ মোঃ আবুল ফজল সহ উপজেলার বিভিন্ন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
বিদায়ী শিক্ষকদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মালঞ্চ মোঃ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী ১৩ জন শিক্ষক ও ৪ জন কর্মচারীদের প্রত্যেক কে অবসর ভাতার দুই লাখ ছেষট্টি হাজার পঞ্চাশ টাকার চেক প্রদান করা হয়।