মোঃ বাকিরুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক)
জামালপুরের মেলান্দহে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার জন্য উপজেলার সড়ক এবং পাড়া- মহল্লার অলিগলিতে ঝুলানো অসংখ্য নির্বাচনী পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এতে বিঘ্ন সৃষ্টি হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায়।
আগামী ২৯ মে জামালপুর মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলার বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে ঝুলানো হয় এ সব পোস্টার। সর্বত্র ছেয়ে যায় নির্বাচনী পোস্টারে। এরই মধ্যে গত ১৯ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি গিয়ে থামে মাঝরাতে।
বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে চিকন দঁড়ি দিয়ে ঝুলানো অসংখ্য পোস্টার ছিঁড়ে পড়েছে। রয়েছে শুধু দঁড়ি। নির্বাচনী প্রার্থীদের কর্মীরা জানান, পোস্টারগুলো নষ্ট হওয়ায় আবার তাদের পোস্টার লাগাতে হবে। এতে দ্বিগুণ খরচ করতে হবে। প্রার্থীরা জানান, ‘ছাপানো সব পোস্টারই ইতোমধ্যে ঝুলানো হয়েছিলো। হঠাৎ বৃষ্টিতে তা ক্ষতিগ্রস্ত হলো। এ বৃষ্টির কারণে প্রচারে বিঘ্ন সৃষ্টি হলো। তবে কাগজের পোস্টারের পরিবর্তে কাপড়ের ব্যানার ঝুলানোর পরিকল্পনা করেছেন বলে জানান প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ২,৮৪,৫৭৩ জন। পুরুষ: ১,৪২,৩৮৪ জন মহিলা: মহিলা: ১,৪২,১৮৬ এবং হিজরা ভোটার রয়েছেন ৩ জন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকে। তাই এ উপজেলায় আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ।
ঘোষিত তফশীল মোতাবেক উপজেলায় আগামী ২৯ মে ১১০টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।