মোঃ আইয়ুব খান, চট্টগ্রাম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি কোকেনসহ ইস্টিলা শান্তাই (৩০) নামে বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বিমানবন্দর থেকে কোকেনসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় গত ২২ জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাওফাল থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ১৩ জুলাই শাহ আমানত বিমানবন্দরে ল্যান্ড করে। তখন থেকেই এই বাহামার নাগরিক এয়ারপোর্ট সিকিউরিটি এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোন লাগেজ ছিল না। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে বিমানবন্দরে স্টিলা সনতাই তার লাগেজ রিসিভ করতে আসেন, এ সময় সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভিতর থেকে ৩ কেজি ৯শ গ্রাম ওজনের একটি কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ সময় বিমানবন্দর পুলিশ কোকেন সহ বাহামারের এই নাগরিককে আটক করে।