মোঃ রনি, ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীর নবাব বাড়িতে ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ ঘটিকায় বিলু আল হোসাইন শুভেচ্ছার সভাপতিত্বে ও মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ২০০৮ সালে প্রতিষ্ঠিত নতুন কুঁড়ি ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মুহাব্বত , ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান , সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন , ছাত্রদল,যুবদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত সাংবাদিক মোহাম্মদ ইমাম হাসান সোহান উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম আল আমিন,সাংগঠনিক সম্পাদক মো: ইনসছান আলী সহ সকল সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এম আজিজুর রহমান নতুন কুঁড়ি ক্রীড়া সংস্থার সকল সদস্যদের ঐক্য বদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। ধনবাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বক্তব্যে তিনি বিগত আওয়ামীলীগ সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব আলী চৌধুরী ছাত্র সমাজ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তা পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার পর সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।