মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে মাদারগঞ্জে প্রেস ব্রিফিং করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এ প্রেস ব্রিফিং করেন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আমেনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, সহ সভাপতি হুমায়ুন কবির বক্কর, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ্, অর্থ বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম শামিম,সদস্য হাবিজুর রহমান প্রমূখ।
যুগান্তর প্রতিনিধি মির্জা হুমায়ুন কবির, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বিআরডিবি অফিসার রহুল আমীন,সমবায় অফিসার জাহাঙ্গীর আলম খান, দারিদ্র বিমোচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাদারগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ১২১ টি,২য় পর্যায়ে ৫০ টি এবং ৩য় পর্যায়ে ৩০ টি সহ মোট ২০১ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করে পুনর্বাসন করা হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আরও কয়েকটি উপজেলার সাথে মাদারগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ( ক শ্রেণি) মুক্ত ঘোষণা করবেন এবং ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহ সমূহ শুভ উদ্বোধন ও পরিবারকে জমি ও গৃহ প্রদান করবেন।