মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা- ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল। অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহাবুবুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি ও মির্জা কাসেম মর্ডাণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর প্রমূখ।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও সাংবাদিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।