চ্যানেল ১১ ডেস্ক রিপোর্টঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম নাগেরপাড়া গ্রামের মৃত নাছির মন্ডলের ছেলে মোঃ হোসেন মন্ডল ওরফে হুসি (৫০) ২২ জানুয়ারি আনুমানিক দুপুর ২ টার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে বোরো ধান ক্ষেত তৈরি করার জন্য ক্ষেতে পানি দিতে সেচ পাম্প চালু করে দুপুর ২ টা দিকে বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
৯ নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম (লিটু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে তার নিজ মোটর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মোঃ হোসেন মন্ডল হুসির।