চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দ ঈদ উপহার বিনামূল্যে ভিজিএফ এর ১০কেজি করে চাল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে বিতরন করেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদ।
আজ ১৭ ই এপ্রিল সোমবার সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ চাল বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, ইউপি সচিব মারুফা আক্তার, সম্মানিত ইউপি সদস্যগণ সহ অনেকেই।
প্রচন্ড তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ তখন ভিজিএফ নিতে আসা সুবিধাভোগীদের কষ্ট লাঘবে পরিষদ চত্বরে করেছেন সামিয়ানার ব্যবস্থা। যা নিঃসন্দেহে প্রশংসনীয় বলে জানালেন উপস্থিত সুবিধাভোগী ইউনিয়নবাসী।
এ সময় চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, ২০২২/২০২৩ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বিনামূল্যে বিশেষ বরাদ্দ ঈদ উপহার ১০ কেজি করে চাল বিতরন কার্যক্রম ইউনিয়নের দুই হাজার ৯ শত ৬১জন তালিকাভুক্ত দরিদ্র উপকারভোগীর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।