মাহমুদুল হাসান মুক্তা (জামালপুর)
সোমবার বিকেলে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশি তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদের আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আব্দুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের মহাসড়কে আছে বাংলাদেশ। অভূতপূর্ব এ উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, এটা বার বার প্রমাণিত হয়েছে। তাই এবারের নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে বাংলাদেশের উন্নয়নের ধারবাহিতাকে বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে সরিষাবাড়ীর তৃণমূলের নেতাকর্মীদের একত্রিকরণ এবং সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার উদ্দেশ্যেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
পরে সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভা চত্ত্বরে শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নের চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।