চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পচাবহলা দরবারশাহী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী কোকিলা বেগম (৬০) ছেলের বিরুদ্ধে ভরনপোষণ না দেওয়া ও প্রতারনা করে জমি লিখে নেওয়ার লিখিত অভিযোগ দিয়েছেন মেলান্দহ থানায়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মেলান্দহ থানায় হাজির হয়ে এ লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এই বৃদ্ধা নারী।
মা কোকিলা বেগম বলেন,বেশ কয়েক মাস আগে তার চোখে সমস্যা হলে এই সুযোগে তার ছোট ছেলে ইউনুছ আলী কৌশলে প্রতারনা করে জমির দলিলে টিপসই নিয়ে তার অংশের জমি লিখে নেন। এ বিষয়টি অপর দুই ছেলে জানতে পারলে তাকে ভরনপোষণ খোজ নেওয়া বাদ দিয়ে দেয়।।
অন্যদিকে জমি লিখে নেওয়া ছোট ছেলে ইউনুছ আলী ও তার ভরনপোষণ খোঁজ-খবর নিচ্ছেনা।
২০ এপ্রিল বৃহস্পতিবার এবিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত ছেলে বৃদ্ধা মা কে অকথ্য ভাষায় গালাগালি করে। স্থানীয়রা বিষয়টি নিয়ে কথা বললে ইউনুছ আলী আরো ক্ষিপ্ত হয়ে আক্রমনের চেষ্টা করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।